মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান (৭২) মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
আজ শনিবার সকালে উপজেলার বেজড়া ঈদগাহ ময়দানে প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম, নহাটা ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম,বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই অর্জুন দাসসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজ শেষে বেজড়া কবরস্থানে মরহম বীর মুক্তিযোদ্ধা দাফন সম্পন্ন হয়েছে।
(বিএস/এসপি/মার্চ ৩০, ২০২৪)