লালপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নাটোরের লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়। 

কর্মসূচির শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা, শোক পতাকা ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। এরপর ময়না স্মৃতি স্তম্ভে ১৯৭১ সালের ৩০ মার্চ ময়নার জনযুদ্ধে হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন করা হয়।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলার মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(ইউ/এসপি/মার্চ ৩০, ২০২৪)