ভোলার তজুমদ্দিনে সরকারি খাল বিক্রি, নীরব প্রশাসন
স্টাফ রিপোর্টার : ভোলার তজুমদ্দিনে সরকারি খালের জমি স্ট্যাম্পের মাধ্যমে দখল বিক্রির হিড়িক চলছে। প্রশাসনের নির্লিপ্ততার সুযোগকে কাজে লাগিয়ে এ কাজে সক্রিয় হয়েছে বেশকিছু চক্র। এরই ধারাবাহিকতায় তজুমদ্দিনের দাসের হাট বাজার সংলগ্ন খালের তিন শতাংশ ভূমি ভূয়া দলিল সম্পাদন করে নুরুল ইসলাম নামে এক প্রবাসীর স্ত্রী লাইজু বেগম এর নিকট বিক্রি করে আজহার মিয়ার ছেলে নুরনবী গং। আর এ কাজে সহায়তা করে স্থানীয় দলিল লেখক শামসুদ্দিন সাহীন।
অবৈধ ও বে-আইনী জেনেও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এভাবে প্রতারণা করে চলছে সংঘবদ্ধ এ চক্র। নগদ একলক্ষ ত্রিশ হাজার টাকার বিনিময়ে গত বিশ সেপ্টেম্বর সম্পাদিত নন জুডিশিয়াল স্ট্যাম্প এ লিখে কামাল উদ্দিন, অজিউল্লাহ, ও রফিকুল ইসলাম নামের তিনজনকে স্বাক্ষী রেখে খালের ভূমির দখল হস্তান্তর করে। যদিও চুক্তিপত্রে এস এ ৬৮৮ নং খতিয়ানের ৩৬৪ টি ২০১২-২০১৩ তারিখের নামজারি কেসের আদেশমতে রেকর্ড ও ৩২৩২ দাগ দেখানো হয়েছে কিন্তু রেজিস্ট্রিকৃত দলিল সম্পাদিত না করে নামমাত্র স্ট্যাম্প লিখে দিয়ে দায় এড়িয়ে যায় দাতা গ্রহীতা। যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দণ্ডনীয় অপরাধ।
এদিকে সরকারি সম্পত্তি দখলে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(সিআর/এসপি/মার্চ ২৮, ২০২৪)