মহম্মদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে জাতীয় পতাকা সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয়। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল গত ২৬ মার্চ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজসহ সামাজিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা ঘটে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আবু আব্দুল্লাহে কাফী।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম।
এছাড়া কুচকাওয়াজ-ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস, রোভার, গার্লস গাইড-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নেয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে পুরস্কার বিভিন্ন বিদ্যালযের শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী। এসময় বিভিন্ন পর্যায়ের বক্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মার্চ ২৭, ২০২৪)