পীযূষ সিকদার’র কবিতা
ভাঙনের পদধ্বনি
আমি কে? জানিনা উত্তর।
আমি কেমন ছিলাম! উত্তর জানা নেই।
আমি কোথা থেকে এসেছি? মেলে নাই উত্তর
আমি কোথায় থাকি? না, জানিনা উত্তর।
তোমরা আমাকে কোথায় নেবে?
জানা নেই উত্তর।
প্রশ্নের পর প্রশ্ন আসে...মেলেনা উত্তর।
তাই আমি চুপ মেরে বসে থাকি!
প্রশ্নও নেই আমার। উত্তরও জানা নেই।
বহুদূর থেকে উত্তর আসে...। শোনা যায় না।
কতটা ভালোবাসার পর উত্তর আসে, তাও জানা নেই।
কোথা যাও? জানি না। বুঝি না।
বুঝতে চাও যদি আমাতে আসো!
দেখে যাও বুকে কত রকমের ভাঙনের পদধ্বনি
অথবা ভাঙনের শব্দ!
টের কি পাও?
যদি টের পেয়েই থাকো।
বুঝে নাও একবার কত রকমের
ভাঙনের সাথে আমার বসবাস!!