সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিং মলের ষষ্ঠ তলায় সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব পারভেজ, রাসেল উদ্দীন রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি কামাল দেওয়ান, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শিপন সরকার সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সোনারগাঁয়ের অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা সহ ইতোমধ্যে যে সকল সাংবাদিক মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, উপস্থিত সাংবাদিকদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরা, সমগ্র মুসলিম জাহানের শান্তি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ সেবায় নিয়োজিত আছে। তারা দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানবসেবায় কাজ করে আসছে। করোনা কালীন সময়ে আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সরবরাহ ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্বেচ্ছায় দাফন সম্পন্ন করা, সিলেটে, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। বন্যা পরবর্তী সময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ঝুঁকিতে থাকা অসহায় নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করে তারা। দেশ ও জাতির কল্যানে তাদের এসব কর্মসূচি সবসময় চলমান থাকবে।
(এসবি/এসপি/মার্চ ২৪, ২০২৪)