মহম্মদপুরে ইয়াবাসহ আটক ১
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পিয়াল মোল্লা-(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মৌশা গ্রামের মোঃ আলমগীর মোল্লার পুত্র।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে মহম্মদপুর থানার এস আই মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামে বাজার হতে সেতুগামী সড়কের ৩ রাস্তার মোড়ে সেলিম বিশ্বাসের চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী পিয়াল মোল্লাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, এ ব্যাপারে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(বিএস/এসপি/মার্চ ২১, ২০২৪)