মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের বেলতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮ টার সময় মাগুরা নড়াইল সড়কের বেলতলায় একটি ট্রাক পিছন থেকে একটি মোটরসাইকেল কে ধাক্কা দেয়। সাইকেল আরোহী মোঃ জাহিদ হোসেন তার স্ত্রী ও তাদের এক বছরের একটি শিশু সন্তান রাস্তায় পড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদের স্ত্রী ডেইজি খাতুন (২৭) কে মৃত ঘোষণা করে।
মোঃ জাহিদ হোসেনের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি কর্মসূত্রে মাগুরার পারলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়।
(এমএফ/এএস/মার্চ ২১, ২০২৪)