মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ডাকাতি মামলায় আলামিন (২৪) নামে এক আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।  

উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়ীয়া গ্রামে গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে প্রিন্সিপাল মোঃ খায়রুজ্জামান এর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রিন্সিপাল মোঃ খায়রুজ্জামান বাদী হয়ে মহম্মদপুর থানায় গত ১৯ ফেব্রুয়ারী একটি অজ্ঞাতনামা ডাকাতি মামলা দায়ের করেন। মাগুরা পুলিশ মোঃ মশিউরদ্দৌলা রেজা (পিপিএম বার) এর দিকনির্দেশনায় একটি তদন্ত টিম গঠন করেন। পরে মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানার ইন্সপেক্টর তদন্ত মুন্সি রাসেল হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম গত মঙ্গলবার দুপুরে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় হতে উক্ত মামলার আসামি আলামিন (২৪) নামের এক আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করে। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কান্দারকুল গ্রামের উজির মোল্লা ছেলে। তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক উপজেলার তল্লাবাড়ীয়া গ্রামের একটি বাগিচার মধ্যে থেকে ডাকাতি কাজে ব্যবহৃত পলিথিন দিয়ে পেচিয়ে গর্তের ভিতরে পুতে রাখা দেশীয় অস্ত্র বড় ছোরা-৩টি, ১টি গ্রিল ভাঙার যন্ত্র, একটি শাবল ও একটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে পুলিশ।

এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিটে মহম্মদপুর থানায় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, আটক ডাকাত সদস্যকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের ধরতে এবং ডাকাতির মালামাল উদ্ধার করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

(বিএস/এসপি/মার্চ ২০, ২০২৪)