মহম্মদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি রাসেল হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী, সহকারী অধ্যাপক মেজবাউদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শারমিন আক্তার রুপালী, ব্যবসায়ীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মোঃ ফরিদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ ফারুক (রাজু) প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান। এসময় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মার্চ ১৫, ২০২৪)