মহম্মদপুরে ২ দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে সালধা গ্রামে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ২ দিনব্যাপী ষষ্ঠ বার্ষিকী মতুয়া মহাসম্মেলন শেষ হয়েছে। সালধা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় মতুয়া সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। গত মঙ্গলবার শুভ অধিবাস এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এ সম্মেলনের শুভ উদ্বোধন উদ্বোধন করেন সালধা মতুয়া সংঘের সভাপতি শিক্ষক (অব:) নগেন্দ্রনাথ সমাদ্দার।
এসময় উপস্থিত ছিলেন অত্র মতুয়া সংগঠনের সাধারণ সম্পাদক (অব:) নায়েব অনিল কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষঃ পশুপতি বিশ্বাস।গত বুধবার দ্বিতীয় দিনে সকাল থেকে দলবরণ, উদ্দাম কীর্তন, মহাসম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে-৬৪টি মতুয়া দল এবার সম্মেলনে অংশগ্রহণ করে।বাদ্যযন্ত্রের তালে তালে নারী পুরুষ মতুয়া ভক্তদের আগমনে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয় সম্মেলন স্থলে।
ওই দিন অতিথিদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কবিরুজ্জামান (কবির), ইঞ্জিনিয়ার মোঃ আনিসুল ইসলাম (হান্নান), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানুতেওয়ারী, সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ঈদুল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন সিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জগন্নাথ সাহাসহ নানান শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে রাতে শ্রী হরি মহা সংকীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
(বিএস/এসপি/মার্চ ১৪, ২০২৪)