রাজৈরে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরে রাজৈর উপজেলা প্রসাশনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় রাজৈর উপজেলা চত্বরে ও আসমত আলী খান মিলনায়তনে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলাদেশ গড়বো’ এই পতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা সপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইঢ এমন মাহাবুব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেখ ফজলুল হক বাবুল, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তোফা, স্টেসন অফিসার,সিভিল ডিফেন্স, মেহেদী হাসান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানেউপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিশ্বজিৎ রায়, রাজৈর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার, নিহার রঞ্জন সমাদ্দার, রাজৈর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, রফিকুল ইসলাম, রাজৈর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা, সিরাজুল ইসলাম, এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি, অনাদি কুমার মন্ডল, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার রাজৈর উপজেলার প্রতিনিধি, সুজন হোসেন রিফাত।
(বিডি/এসপি/মার্চ ১০, ২০২৪)