নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নাটোর প্রতিনিধি : ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
আজ শুক্রবার সকালে বড়াইগ্রামে এই উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর -৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সহকারী নির্বাচন কর্মকর্তা এস এম সাইদুর রহমান ও অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(এডিকে/এসপি/মার্চ ০৮, ২০২৪)