মধুমতি নদীতে নিমাই মাঝির জালে ১৬ কেজির বাঘাইড়
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে ১৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ নিমাই মাঝি নামের এক ব্যক্তির জালে ধরা পড়েছে। পরে মহম্মদপুর বাজারে মাছ টি ২ হাজার টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় মাছটি বিক্রয় করা হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার সকালে উপজেলার ধুপুড়িয়া গ্রামে নিমাই মাঝি বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর এলাংখালি ঘাট নামক স্থানে খেপলা জাল নদীর পানিতে ফেলতেই অনেক বড় আকৃতির এ মাছ টি ধরা পড়ে। প্রথমে তিনি কুমির মনে করে ভয় পান। পরবর্তীতে বাঘাইড় মাছটি দেখতে পেয়ে তিনি খুবই খুশি। মাছটি সে ২ হাজার টাকা কেজি ধরে মহম্মদপুরে এক মাছ ব্যবসায়ীর নিকট বিক্রয় করেছেন।
(বিএস/এসপি/মার্চ ০৬, ২০২৪)