নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালে নিখোঁজের তিনদিন পর কীর্তনখোলা নদীর চরআবদানি এলাকা থেকে আজ সোমবার সকালে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম তানভী আহমেদ। তানভীর ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। চরমোনাইর মাহফিলে এসে এমভি আচল লঞ্চের ২০২ নম্বর কেবিনে থাকতেন তানভীর। গত ১ মার্চ বেলা ১১ টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তানভীর। এ ঘটনায় ২ মার্চ কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। সোমবার সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কোতয়ালী, কাউনিয়া থানা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা তানভীরের মরদেহ উদ্ধার করে।
বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/মার্চ ০৪, ২০২৪)