কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন ফকিরাঘোনা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ দুলাল নামের এক সিএনজি চালকের বসতঘর পুড়ে আসবাবপত্রসহ অন্তত নগদ ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি সোমবার ৪মার্চ সাড়ে ১০টায় দিকে বসত বাড়ি রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রথমে স্হানীয়দের এবং পরবর্তীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
(আরএম/এসপি/মার্চ ০৪, ২০২৪)