রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরবাসীর ব্যানারে নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় পাঠাও ফরিদপুর-এর ম্যানেজার ফাহিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ০২ মার্চ তারিখে নিহত পাঠাও কর্মী মোমিনুল ইসলাম আলভির হত্যাকারি ঘাতক ট্রাক ড্রাইভারের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে ‌ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহতের শ্যালক শফিকুল ইসলাম, সহকর্মী সাবিহা আলম শবনম, নূরে আলম বাপ্পী, রমজান আলী, দ্বীন মুহম্মদ, তুহীন আলম রানা, সুমন শেখ প্রমুখ।

বক্তারা নিহত মোমিনুল ইসলাম আলভিকে চাপা দেয়া ড্রাকড্রাইভারকে খুঁজে বের করে বিচার দাবি করেন এবং দিনের বেলা ফরিদপুর শহরের ভিতর দিয়ে বালু বোঝাই ভারি যানবাহন চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সড়কে মৃত্যু রোধে সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবিও জানান বক্তারা।

(আরআর/এএস/মার্চ ০৪, ২০২৪)