কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ২
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি এলাকায় ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. ওমর সালেহিন (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।আহত দুজন হলেন- অটোরিকশাচালক মুকুল চন্দ্র তঞ্চঙ্গ্যা ও যাত্রী মো. শামীম।
আহতদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।
রবিবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী এবং কাপ্তাই উপজেলা ইউএনও অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আবু তাহেরের সন্তান।তার দেশের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার লালপুর ভোর বাজার হলেও তার বাবার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলায় বসবাস করেন।
এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটির চালকসহ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(আরএম/এএস/মার্চ ০৩, ২০২৪)