বকশীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
শাহনাজপারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারি রিটার্নিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান, বকশীগঞ্জ উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বিভিন্ন শিক্ষার্থী ও নতুন ভোটারগণ উপস্থিত ছিলেন।
(এসপি/এসপি/মার্চ ০২, ২০২৪)