ফরিদপুরে রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় কাটা পড়লো এক পাগলের পা
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরের কমলাপুর বিশ্বাস বাড়ি রেল ক্রসিং এ দুর্ঘটনার শিকার হয়ে অজ্ঞাতনামা এক পাগলের পা কাটা পড়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে দুর্ঘটনার শিকার হয়ে অজ্ঞাত নামা পাগলের পা কাটা পড়েছে বলে জানা যায়।
জরুরী ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি দল ওই আহত পাগলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ওই আহত পালগের অবস্থা সংকটাপন্ন। তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে বলেও জানানো হয়।
(আরআর/এএস/মার্চ ০১, ২০২৪)