নড়াইলে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার
নড়াইল প্রতিনিধি : মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নামের ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের পূ্র্বপাড়া গ খান নাজমুল হুদার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ( ১ মার্চ) নড়াইল গোয়েন্দা পুলিশের এসআই ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তেলকাড়া গ্রামের লিংকন মোল্যার বাড়ি সংলগ্ন তেলকাড়া
সুইস গেটের সামনে থেকে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
(আরএম/এএস/মার্চ ০১, ২০২৪)