কাপ্তাইয়ে গাঁজাসহ যুবক আটক
রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ বহু মামলার আসামি আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কাপ্তাই থানার এস আই আল-আমিন ও ফোর্সসহ আসামিকে গাঁজাসহ নতুনবাজার হতে গ্রেপ্তার করা হয়। আরাফাত কাপ্তাই নতুনবাজার ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মো.শাহ আলমের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম (ওসি) জানান ২শ’গ্রাম গাঁজাসহ কাপ্তাই থানার পুলিশ গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। পরে আসামিকে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
(আরএম/এসপি/মার্চ ০১, ২০২৪)