লাইজু তুই এমপি হয়েছিস!
ফয়জুল মুনির,পটুয়াখালী : মরহুম হাবিবুর রহমান এমপি সাহেবের জ্যেষ্ঠ-কন্যা নাজনীন নাহার রশিদ এমপি‘র শপথ গ্রহন সম্পন্ন হওয়ায় তৃতীয় জামাতা মোঃ মনিরুজ্জামান খান এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যাকে আমরা যেভাবে রাজনৈতিক উত্তরসূরি তথা দেশ-পরিচালক হিসাবে গ্রহণ ও বরণ করেছি, প্রতিদানে জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক ঐতিহ্যকে স্মরণ করে পটুয়াখালী সংরক্ষিত আসনে তার কন্যা নাজনীন নাহার রশিদকে তেমনিভাবে বাবার পদ-উপাধিতে ভূষিত করলেন।
আমরা পটুয়াখালীবাসী প্রধানমন্ত্রীর এই উপহারে আপ্লুত ও কৃতজ্ঞ। এই পদের সম্মান অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকব। নাজনীন নাহার রশিদকে সামনে দেখে লাইজু তুই এমপি হয়েছিস বলেছেন।
(এনডি/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)