মহম্মদপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরায় ডিবি পুলিশর মাদক বিরোধী অভিযানে মোঃ শাকিল শেখ (২২) নামের এক মাদক কারবারি যুবককে ইয়াবা ট্যাবলেটসহ-আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে নহাটা উত্তর পাড়া গ্রামের মোমিন আলীর ছেলে।
আটক মাদক কারবারির নিকট থেকে-৫২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিবি, মাগুরার এস আই মোঃ জাহাঙ্গীর আলম, সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি দুপুরে মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা বাজার হতে অভিযান পরিচালনা করে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
এ বিষয়ে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)