মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় সায়েম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, আজ বুধবার সকালে উপজেলার গোপালপুর গ্রামে সড়কে একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির পিতার নাম আছাদ। সে তার মা মনিরা বেগমের সাথে নানা বাড়ী থাকে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় গোপালপুর সড়কে শিশুটিকে চাপা দিয়ে ঘাতক ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহম্মদপুর থানায় এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)