কৃষি জমির মাটি কাটায় ইট ব্যবসায়ীকে দিতে হলো দুই লাখ টাকা জরিমানা
মাদারীপুর প্রতিনিধি : কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ইট ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যান। এসময় ইটভাটার ম্যানেজার মো. নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকায় ইটভাটায় অভিযান করেন। এসময় মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করার অপরাধে ওই ব্রিকসের ম্যানেজার মো. নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমান করেন।
কালকিনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, ইটভাটাতে কৃষি জমির মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজার মো. নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)