ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : "স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে সকালে র্যালি পরবর্তীতে আলোচনা সভা আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাঁকাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।
এ সময় ফরিদপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)