মাদারীপুরের দত্ত কেন্দুয়ায় পরমহংস দেব এর ১৩৭ তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের দত্ত কেন্দুয়ায় আশ্রম কমিটির আয়োজনে, শ্রী জগদীশ পরমহংস দেব এর আশ্রমে গত ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রী জগদীশ পরমহংস দেব (ফটিক সাধু) এর ১৩৭ তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়।
নানা আনুষ্ঠানিকতার মধ্য ছিল শ্রীমদ্ভাগবত পাঠ,মহানাম যজ্ঞানুষ্ঠান,কুঞ্জভঙ্গ,নগর কীর্তন,ভোগারতি ও মহাপ্রসাদ বিতরণ ।
এব্যাপারে শ্রী জগদীশ পরমহংস দেব (ফটিক সাধু) এর উত্তর সূরী (নতী) রনজিত চক্রবর্তী জানান, প্রতিবছরের ন্যায় এবারও ৫ দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রী শ্রী জগদীশ পরমহংস দেব (ফটিক) এর ১৩৭ তম আবির্ভাব উৎসব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। তিনি আরো জানান, জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অগনিত ভক্ত এ উৎসব ও মেলা, উপভোগ করার জন্য সমবেত হয়েছে।
(বিকেডি/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)