রাজৈর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজৈর সানেরপাড়স্থ চৌধুরী কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার আহ্বায়ক, শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, স্থানীয় সংসদ প্রতিনিধি ও রাজৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফম ফুয়াদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
(বিডি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)