মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ৫টি গবাদিপশুর মৃত্যু শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে বাবুখালী ইউনিয়নের চর-মাধবপুর গ্রামে নিপুল মোল্লা নামের এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডে-৫টি গবাদি পশু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় গোয়ালের মধ্যে থাকা ১টি গাভী, ৪ টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আরও ৩টি ছাগল আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, গোয়াল ঘরের মশার কয়েল থেকে অগ্নিকান্ড ঘটলে ৫টি গবাদি পশুর মৃত্যু হয়। এই শোক সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দরিদ্র নিপুল মোল্লার পিতা মসজিদের মুয়াজ্জিন, ময়েন উদ্দিন মোল্লা (৬৫) মৃত্যুবরণ করেন। সব মিলিয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)