শ্রীনগরে সিংহের মাঝি পাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর সিংহের মাঝি পাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে সিংহের মাঝি পাড়া বালুর মাঠে এশিয়া মেটাল মেরিন সার্ভিস লিমিটেডের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে মোঃ আসাদুজ্জামান (সিআইপি)'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মাহবুব আলম রুনু, হাজী মোঃ মজিবর রহমান, হাজী সবুর আহমেদ।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। মাওলানা আসাদুজ্জামানের পরিচালনায় এসময় আরও ওয়াজ করেন আলহাজ্ব মুফতি মোহাম্মদ মিজানুর রহমান আসলামী, হযরত মাওলানা বিলাল হোসাইন মাহমুদী।
(এম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)