মহম্মদপুরে ইয়াবাসহ আটক ১
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বাবুখালী ইউনিয়নের বাবুখালী বাজারে তারেকের তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জহুর শেখ (১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার দাতিয়াদাহ গ্রামের কেরামত আলীর পুত্র।
পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালীন ২১ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাবুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই সুকুমার কুন্ডু, সঙ্গীয় ফোর্স নিয়ে এ মাদক কারবারিকে আটক করে।
এ বিষয়ে মহম্মদপুর থানার পরিদর্শক বোরহান উল ইসলাম বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং তার বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৪)