রাজৈরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলা চত্বরের শহীদ মিনারের পাদদেশে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, রাজৈর আসমত আলী খান মিলনায়তনে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, রাজৈর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সেখ ফজলুল হক বাবুল, সাবেক রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দর আলী সেখ।
এছাড়াও বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক রেদওয়ানুল হক রেজন, বদরপাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ গোলাম ফারুক হাওলাদার ও আরো অনেকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
(বিডি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)