মাগুরায় প্রভাতফেরিতে জনতার ঢল
মাহমুদ ফজল, মাগুরা : মাগুরায় মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাতফেরিতে র্সবস্তরের মানুষের ঢল নেমেছে। শ্রদ্ধা ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা কালো পোশাকে খালি পায়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন মাগুরা কেন্দ্রীয় শহিদ মিনারে। পুষ্পমাল্য দিয়ে শহিদ বেদীতে ফুলে ফুলে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরে মানুষ।
আজ বুধবার ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রদ্ধার ফুল হাতে নিয়ে হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাবা-মায়ের সঙ্গে ছোট ছোট শিশুরাও ফুল হাতে নিয়ে এসেছে শহীদ মিনার প্রঙ্গনে। চৌরাঙ্গী মোড় হয়ে কলেজ রোডে শত শত মানুষ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
(এমএফ/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)