নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি'র আয়োজনে শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে সেবামূলক সংগঠন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়।
এ উপলক্ষে রাত-১২টা-১মিনিটে সংগঠনের পক্ষ থেকে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই মোঃ জিয়াউর রহমান, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মোস্তাক আহমেদসহ নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)