স্টাফ রিপোটার, গাজীপুর : গাজীপুরে উড়াল সড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতের একজন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়-ডুয়েটের শিক্ষক রাম চন্দ সাহা (৪২) ও অপরজন পাঠাও চালক দিদার হোসেন (৪০)। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কাদেরিয়া গেট এলাকায় ফ্লাইওভারের সাইট ঢালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্লাইওভারের মুখে গাজীপুরগামী একটি মোটরসাইকেলের সাথে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও যাত্রী পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই পাঠাও চালক দিদার হোসেন মারা যান। আহত মোটরসাইকেল আরোহী ডুয়েট শিক্ষক রামচন্দ্র সাহাকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র ব্রাদার মোস্তাফিজুর রহমান জানান, রামচন্দ্র সাহাকে হাসপাতালে আনার আগেই মারা যান। রাম চন্দ সাহা ঢাকার মোহাম্মদপুরের ৪৩/সি, রামচন্দ্রপুর এলাকার স্বপ্ন কুটির এ-৪ ইউনিটে বাস করতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন শিক্ষক।

টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ দুর্ঘটনায় ঘাতক প্রভাতী বনশ্রী পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এআরসি/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৪)