স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুর রহমানের বদলী জনীত বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব।
আজ মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, প্রেসক্লাবের সহ-সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ।
সংবর্ধনার জবাবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) সাইফুর রহমান বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ওকে/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)