শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাক উল্টে নিহত ২, আহত ৩
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাছবাহী ট্রাক উল্টে হাফেজ ও সহিদুল নামের দুজন ট্রাক আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় ঐ ট্রাকের আরও ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের হাসাড়াতে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান দুপুরে ১ টার সময় আমারা দুর্ঘটনার খবর পেয়ে ৫ জন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২ জন কে মৃত ঘোষণা করেন। বাকি গুরুতর আহত তিন জনকে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।
(এম/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৪)