শ্রীনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বেঞ্চ বিতরণ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের নতুন ভবনে পরিবেশবান্ধব বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোছা: খুরশীদা খাতুন, উপজেলা নক্সাকার শরীফুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি'র) আওতায় উপজেলার মোট ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বান্ধব সর্বমোট ১৩৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
শ্রীনগর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকার) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন শ্রীনগর উপজেলা পরিষদ। প্রকল্পটির টেকনিক্যাল সাপোর্টে ছিলেন শ্রীনগর উপজেলা প্রকৌশলী'র কার্যালয়।
(এম/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৪)