বইমেলায় রহিম আব্দুর রহিম’র তিনটি বই
স্টাফ রিপোর্টার : অমর একুশে বইমেলায় স্থাপিত প্যাভিলন 'অভিযান -৩২'-এ পাওয়া যাচ্ছে রহিম আব্দুর রহিম এর তিনটি বই। অভিযান প্রকাশনা প্রকাশিত বইগুলোর মধ্যে ‘গুণ আর্দশের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব’, এই বইয়ে সহজ সরল ভাষায় উপস্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর এবং রাজনৈতিক জীবনের নানা আর্দশিক কর্মকান্ড ও মানবসেবার প্রামাণ্যচিত্র। বইটি প্রথম প্রকাশ হয় ২০২২ সালের অমর একুশের বইমেলায়, এবার বইটির দ্বিতীয় মুদ্রণ করেছে প্রকাশনা সংস্থা।
দ্বিতীয় বই, ‘রহিম আব্দুর রহিম এর নাটক সমগ্র’, বইটিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা ভিত্তিক ১৭টি নাটক স্থান পেয়েছে। প্রতিটি নাটকই জ্ঞানগর্ব এবং শিক্ষনীয়, প্রত্যেকটি নাটক জাতীয় নাট্য উৎসব মঞ্চস্থ হয়েছে। এরমধ্যে ছয়টি নাটক আন্তর্জাতিক নাট্য উৎসব পরিবেশিত হয়। তৃতীয় বইটি লেখক এর আত্মজীবনী মূলক ‘দুষ্টু বেলার মিষ্টি কথা’। যে বইটি সর্বস্তরের পাঠকদের যেমন আনন্দ দেবে, একইভাবে পাঠকদের অজান্তে তাঁদের শৈশব-কৈশোরকালের স্মৃতির রাজ্যে পৌঁছে দেবে। বইটি প্রথম প্রকাশ হয় ২০২১ সালের অমর একুশে বইমেলায়, যার দ্বিতীয় সংস্করণ ২০২৩ সালে।
(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৪)