মহম্মদপুর নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে-৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ (৮ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠান চত্বরে শেষ হয়েছে। ৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজ পরিচালনা পরিষদ এর সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী (লিটনের) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কোবীর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (সদ্য অবঃ) মালা রানী বিশ্বাস,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনন্দ কুমার দে প্রমূখ।এ সময় বিশেষ অতিথিদের মধ্য থেকে উপস্থিত ছিলেন
নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ আলী মিয়া,মোঃ মিনারুল ইসলাম
শিক্ষা পরিদর্শক জেলা শিক্ষা অফিস মাগুরা, বিশিষ্ট সমাজ সেবক সিঙ্গাপুর প্রবাসী অভিবাসী শ্রমিকদের সহযোগী মোঃ মহসিন আলম, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই নিরস্ত্র রিপন দাস।সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)