রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৯
রিপন মারমা, রাঙ্গামাটি :রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ কলেজ শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার জেলা শহরের রেডিও স্টেশন এলাকায় কাঠ বহনকারী একটি ট্রাক রাঙামাটি ছেড়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি কাভার্ট ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে উভয় বাহনের চালকসহ চারজন আহত হয়। আহতরা সকলে রাঙামাটি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে রাঙামাটি শহর থেকে শিক্ষার্থীদের বহন করা একটি অটোরিকশা (সিএনজি চালিত) কাউখালী উপজেলার ঘাগড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচ শিক্ষার্থীরা আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠান।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, দুর্ঘটনা ৯ জনের মধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি ৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
(আরএম/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)