মাগুরায় ফুলেল শুভেচছায় সিক্ত হলেন সাকিব আল হাসান ও শ্রী বীরেন শিকদার
মাহমুদ ফজল, মাগুরা : দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মাগুরা -১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাগুরা -২ আসনের সংসদ সদস্য এ্যাড. শ্রী বীরেন শিকদার।
আজ বুধবার বেলা ১১টায় মাগুরা জেলা আওয়ামীগীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে নব নির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিট, যুবলীগ, ছাত্রলীগ, কৃযকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় দুই নবনির্বাচিত সংসদ সদস্য মাগুরার উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
(এমএফ/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)