রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু থেকে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের তিন বন কর্মকর্তাকে অপহরণের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল থেকে পার্বত্য যুব ফ্রন্টের ডাকে এ হরতাল শুরু হয়।
হরতালের কারণে জেলায় দূরপাল্লার সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাঙামাটির সকল নৌপথের নৌযান চলাচলও বন্ধ রয়েছে।
অপহৃত তিন বন কর্মকর্তাকে বুধবারের মধ্যে জীবিত মুক্তি না দেওয়ায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য যুব ফ্রন্ট। তবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা হরতালের আওতামুক্ত রয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলি খাড়িকাটা এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের তিন কর্মকর্তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন কর্মকর্তা মো. শরীফ, কাচালংয়ের রেঞ্জার মো. রবিউল ও ফরেস্টার বিবর্তন চাকমা।
(ওএস/অ/নভেম্বর ১৩, ২০১৪)