শ্রীনগরে উপজেলা যুবলীগের সভাপতির জন্মদিন উদযাপন
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে।
রবিবার দুপুরে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন এর আয়োজনে এম রহমান কমপ্লেক্স ভবনের নিজস্ব কার্যালয়ে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে জন্মদিনটি উদযাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুন, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা স্বপন রায়, সুমন সিকদার, মুরাদ শেখ, হাবিবুর রহমান উজ্জ্বল, মুনসুরুল হাসান কুতুব, উৎপল আহমেদ পল, সৈকত খাঁন, আতাহার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার,শ্রমিকলীগ নেতা বিদ্যুৎ, বাবু মৃধা প্রমুখ।
(এম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)