মহম্মদপুরে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে-৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিদ্যালয় চত্বরে সম্পন্ন হয়েছে। "মান সম্মত শিক্ষা চাই" "মাদক মুক্ত শিক্ষাঙ্গণ কাম্য" এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ সিকান্দার আলী চেয়ারম্যান পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ।
এ সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিদ্যালয় প্রতিষ্ঠাতার সন্তান, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, দাতা সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)