রৌমারী সীমান্তে ভারতীয় মদ আটক
রৌমারী প্রতিনিধি : রৌমারী সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৮ বোতল অফিসার চয়েজ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চর লাঠিয়ালডাঙ্গা মহিজলের বাড়ির নিকট থেকে মাদকগুলো আটক করা হয়। বালিয়ামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গেলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী।
পরে সেগুলো উদ্ধারের পর রৌমারী থানায় জমা দেয়া হয়। বালিয়ামারী ক্যাম্প কমান্ডার সুবেদার আমীর খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টহলদল সেখানে গেলে মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা তৎপর রয়েছি তারা যত চালাকই হোক তাদের আটকে আমরা সক্ষম হবো।
(আরইএস/এটিআর/নভেম্বর ১২, ২০১৪)