আমিনুর রহমান কলেজে বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমিনুর রহমান কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার এমপি মাগুরা-২, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি,এম,শওকত বিপ্লব রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, কলেজ প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান কাবুল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী, ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৪)