নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে৷ তিনদিন জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফাকুল হক চৌধুরী ফিতা কেটে তিনদিন ব্যাপী এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। বাঙালি জাতির ঐতিহ্যের ধারক এ পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান।
এ সময় জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মৌসূমী মজুমদারসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখে। আগামী শুক্রবার তিনদিন ব্যাপী পিঠা উৎসব শেষ হবে।
(আরএম/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৪)