গ্রন্থমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে ‘ফেরারি প্রেম’
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের কাব্যগ্রন্থ "ফেরারি প্রেম" অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে কারুবাক প্রকাশনীর ৪৩৩ নম্বর স্টলে।
কাব্যগ্রন্থে ৭৯টি কবিতা স্থান পেয়েছে । কমিশন বাদে বইটির দাম ২০০ টাকা। বর্তমানে কাব্যগ্রন্থটি অনলাইন রকমারি ও বইফেরীতে এবং প্রকাশনীর কার্যালয়ে পাওয়া যাচ্ছে।
ফেরারি প্রেম কাব্য গ্রন্থ সম্পর্কে নিজস্ব মতামত দিয়েছেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদাসহ অনেকে।
"ফেরারি প্রেম"একটি ভিন্ন ধর্মের কাব্যগ্রন্থ। এই কাব্য গ্রন্থের বেশিরভাগ কবিতা প্রেম, বিরহ, ও প্রিয়জনকে না পাওয়ার যাতনা নিয়ে রচিত। সেইসাথে সমাজ বাস্তবতাও স্থান পেয়েছে। কবি তার কবিতার মাধ্যমে তুলে ধরছেন আন্তর্জাতিক রাজনীতি। কবিতায় এসেছে যুদ্ধ, মানুষের কষ্ট, হাহাকার, যন্ত্রণাসহ নানা দিক। সোলায়মান তুষার একজন আইনজীবী হওয়ায় নানা অবিচারের কথাও এসেছে তার কবিতায়। এসব ঘটনা বর্ণনা করতে কবি আশ্রয় নিয়েছেন রূপক, প্রতীক ও উপমার।
(এসটি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৪)